থার্টি-ফাস্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকতে খোরশেদের অনুরোধ

সান নারায়ণগঞ্জ

সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আসসালামু ওয়ালাইকুম। আমি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সদ্য সাবেক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করছি যে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ ইন্তেকালে সমগ্র জাতি গভীর শোকে নিমজ্জিত। সকলকে তার রুহের মাগফেরাতের জন্য কুরআন খতম ও দোয়া করার অনুরোধ করছি।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এই শোকের আবহে আসন্ন নবাবর্ষ উপলক্ষে থার্টি-ফাস্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি বিশেষ অনুরোধ করছি ও এক্ষেত্রে অভিভাবকদের সদয় দৃষ্টি কামনা করছি। মরহুমার রূহের মাগফিরাত কামনায় এবং শোকের প্রতি সম্মান প্রদর্শনে আসুন আমরা সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিই। কোনো ধরনের উচ্চশব্দ, আলোকসজ্জা বা আনন্দঘন আয়োজন পরিহার করে শালীনতা বজায় রাখাই হবে আমাদের দায়িত্ব।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।