ধানের শীষের প্রার্থী মান্নানকে বিজয়ী করতে সব ধরণের সহযোগীতা করবো: আব্দুর রহমান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান।

তিনি বলেন, আমরা ধানের শীষের পক্ষের লোক। এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে যত ধরনের সহযোগীতা লাগে আমরা করবো। ইনশাল্লাহ ধানের শীষকে বিজয়ী করবো।

২৬ ডিসেম্বর শুক্রবার সিদ্ধিরগঞ্জের আব্দুর রহমানের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এবং ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ ইফতেখার উদ্দিন খান রিতু, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান মিঠু, শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসেন সুহিন, আশরাফুল ইসলাম, মনোয়ার বিন রশিদ কর্ণেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সাবেক যুগ্ম সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ তানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিউল ইসলাম বাবু, ইব্রাহীম খলিল, মোহাম্মদ মিজান, খাজা মহিউদ্দীন হিরা, মোহাম্মদ মিরাজ, মনির হোসেন, রিয়াজ উদ্দীন, জাহিদুল ইসলাম রনি, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম প্রিন্স, সুমন মিয়া, রাজু আহম্মেদ, আল আমিন জমাদ্দার, ইঞ্জিনিয়ার রাসেল পাটোয়ারী, মোহাম্মদ শাহআলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ফারুক হোসেন, আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা হায়দার, সবুজ, রকিব, সুমন মহিউদ্দিন, আশিক, ছাত্রদল নেতা আনাস, মুক্তাদির, সালমান প্রমূখ।