নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী

সান নারায়ণগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে ১৯৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে সংসদের সদস্যবৃন্দ মঙ্গলবার চাষাঢ়া বিজয়স্তম্ভে ১৬ই ডিসেম্বর সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সদস্য যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সদস্য জুবায়ের আহমেদ প্রান্ত, উমর মুজতাহিদ রিয়াদ, আবিদ বিন বাশার, ফারদিন ভুইয়া, আরাফাত হাওলাদার, এস এম সাফিউল আলম প্রমুখ।