সান নারায়ণগঞ্জ
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে ১৯৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে সংসদের সদস্যবৃন্দ মঙ্গলবার চাষাঢ়া বিজয়স্তম্ভে ১৬ই ডিসেম্বর সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সদস্য যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সদস্য জুবায়ের আহমেদ প্রান্ত, উমর মুজতাহিদ রিয়াদ, আবিদ বিন বাশার, ফারদিন ভুইয়া, আরাফাত হাওলাদার, এস এম সাফিউল আলম প্রমুখ।


