সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বাচল ৩’শ ফিট সড়কের ছুমু মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়, পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।


