এটিএম কামাল, খোরশেদ, শকুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের বিজয় র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে ফিরেছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। মহানগর বিএনপির রাজনীতির মাঠে তিনি ফেরার পর মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ফিরে এসেছে। সেটাই দেখা গেলো ১৬ই ডিসেম্বর মহানগ বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুর নেতৃত্বে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় তাদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সদস্য সচিব মামুনুর রহমান বাবু।

এ সময় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা ইসমাইল হোসেন, নুরুল হক চৌধুরী দিপু, বিল্লাল হোসেন, শরীফুল ইসলাম শিপলু, সাজেদা খাতুন মিতা সহ অন্যান্যরা।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৯টায় মহানগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত সোনারগাঁও ভবনের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে র‍্যালী নিয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

পরে তিনি মিছিল নিয়ে খানপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত বিজয় র‍্যালিতে যোগ দান করেন তারা।