সিদ্ধিরগঞ্জের মান্নানের পক্ষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহামুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসান, সবুজ খান, সজীব কাজী, ইসমাইল সরকার, আকাশ, শাহজাহান, হানিফ, তারেক, আবু সাইদ, বাবু, রানা, ইকবাল, আলামিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আসলাম, নুরে আলম, নাদিম সিকদার সহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।