ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে মাঠে নেমেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনিত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছেনা। একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন মান্নান। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রও ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও আটকিয়ে রাখতে পারছেন না দলের প্রার্থীর বিরোধীতাকারী পক্ষটি।

এদিকে ধীরে ধীরে সোনারগাঁও উপজেলার মতই সিদ্ধিরগঞ্জেও মান্নানের ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো আগে থেকেই মান্নানের পক্ষে কাজ করে আসছিল। থানা বিএনপির মুলদলের শীর্ষ নেতারাও মান্নানের ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। থানা বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করলেও একটি পক্ষ নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করে আসছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ইতিমধ্যে আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রার্থনায় ঘুরে বেড়াচ্ছেন। মান্নানের সঙ্গে কাজ করছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল।

একই সঙ্গে মান্নানের ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর সহ আরো বেশকজন থানা বিএনপির মুল কমিটির নেতা। এদের মধ্যে আশিকুর রহমান অনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য এবং রাকিবুর রহমান সাগর সদ্য সাবেক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি। দুজনেই ছাত্রদলের রাজনীতি করেছেন। সমানতালে যুবদলের রাজনীতিতেও আছেন।

এদের ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বর্তমান কমিটি ও বিগত কমিটির প্রায় ৯০ ভাগ শীর্ষ নেতারা আজহারুল ইসলাম মান্নান ও তার আশপাশের লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মামুন মাহামুদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের বিভ্রান্ত করে নিজেদের বলয়ে আটকে রাখার চেষ্টা করছেন বলে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে জানাগেছে। তারা একেক সময় একেকটা বলে নেতাকর্মীদের বিভ্রান্ত করে নিজেদের বলয়ে জিম্মি করে রাখার চেষ্টা করছেন। কিন্তু নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নামতে শুরু করেছেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানও ঘোষণা দিয়েছেন, ‘বিএনপির জাতীয়বাদে বিশ্বাসী, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীদের জন্য তার দরজা খোলা। কর্মীদের কোনো বলয় নাই। সকলের বলয় একটাই সেটা হলো বিএনপি।’ মান্নানও নেতাকর্মীদের বুকে টেনে নিচ্ছেন এবং সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের নেতাকর্মীদের একই দৃষ্টিতে দেখছেন। মান্নানের ভালোবাসা পেয়ে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা মান্নানের প্রতি আস্থা রেখেছেন এবং মান্নানকে নিয়ে জনস্রোত সৃষ্টি করে নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রার্থনা করে চলেছেন।

এদিকে জানাগেছে, আজহারুল ইসলাম মান্নান বিএনপির মনোনয়ন পাওয়ার আগেই সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে ঝান্ডা ধরেছেন বেশকজন নেতা। যাদের মধ্যে অন্যতম মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর মহিলা দলের সদস্য সচিব আয়েশা আক্তার দিনা, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মাহামুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, থানা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক সুবজ খান সহ আরো ডজন খানিক অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা।