ফতুল্লায় বিপ্লব ও সংহতি দিবসে শাহ আলমের শোডাউন

সান নারায়ণগঞ্জ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব শাহ আলম এর নেতৃত্বে নজর বিশাল শোডাউন করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবাইকে তাক লাগিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেন।

৭ নভেম্বর শুক্রবার সকালে ফতুল্লার পঞ্চবটি হতে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পাগলা বাজার গিয়ে র‍্যালি শেষ করে।

এদিকে বর্ণাঢ্য র‍্যালীটি পঞ্চবটি ফাজিলপুর মাঠ হতে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজার হয়ে দাপা আলীগঞ্জ সড়ক পদক্ষিণ করে পাগলা বাজার গিয়ে শেষ করে। পরে সেখানে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন।

জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম বর্ণাঢ্য র‍্যালির আহবান করেন। তারই আহবানে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং আলীরটেক ও গোগনগর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চবটি ফাজিলপুর মাঠে এসে অবস্থান নেয়। পরে শাহ আলম এর নেতৃত্বে বিশাল শোডাউন মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ আকবর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, থানা বিএনপির সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস, বিএনপি নেতা শাহ জাহান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন, মাহমুদ মেম্বার, অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল প্রমুখ।