সান নারায়ণগঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগ বর্ণাঢ্য র্যালি করেছেন। থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন করেন।
৭ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ ফতুল্লার ভূইগড় এলাকা হতে বর্ণাঢ্য র্যালি বের করেন।
এদিকে বর্ণাঢ্য র্যালীটিতে সফল করতে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভূইগড়স্থ শিকদার পেট্রোল পাম্পের সামনে এসে হাজির হতে থাকে। সকল নেতাকর্মীরা প্লেকার্ড সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ উৎসবে পরিনত করে। আর শোডাউনের সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা বক্তব্য দেন এবং তারা বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে তুলে ধরেন। এছাড়া নেতারা জিয়াউর রহমানের সম্পর্কে বিশ্লেষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, বিএনপি নেতা জামান মিয়া, দুলাল ভূইয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।


