গিয়াসের দেখা না পেয়ে মান্নান: ‌‌’তিনি আমার বড় ভাই, আবার আসবো, বারবার আসবো’

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে যান। তবে সেখানে গিয়ে তিনি গিয়াস উদ্দিনের দেখা পাননি।

এসময় আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মান্নান বলেন, “রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা সবারই থাকে। যার ভাগ্যে আল্লাহ নমিনেশন রেখেছেন, সেটিই হয়েছে। গিয়াস উদ্দিন সাহেব আমার বড় ভাই, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এসে পাইনি, ফোনও ধরেননি। তবে আবারও আসবো, বারবার আসবো।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আজহারুল ইসলাম মান্নান ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মামুন মাহামুদের সঙ্গে গত ৫ নভেম্বর বুধবার দেখা করতে যান মান্নান। সেখানে মান্নানকে স্বাগত জানান মামুন মাহামুদ।