প্রসংশায় ভাসছেন মান্নান: মামুন মাহামুদকে বাহবা, সমালোচিত গিয়াস!

সান নারায়ণগঞ্জ

গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। মনোনয়ন পাওয়ার পর তিনি এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশিদের দ্বারে দ্বারে ছুটে যান। যেখানে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদ স্বাগত জানালেও অপর মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন সাক্ষাত দেননি। এই ঘটনায় বিএনপির রাজনীতিতে প্রসংশায় ভাসছেন মান্নান। যেখানে নেতাকর্মীরা মামুন মাহামুদকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু গিয়াসউদ্দীনের অরাজনৈতিক আচরণে নেতাকর্মীদের কাছে নিন্দিত হয়েছেন তিনি।

জানাগেছে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরায় জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদ বিএনপির নেতাকর্মীদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করছিলেন। ওই সময় হটাত করেই উপস্থিত হোন আজহারুল ইসলাম মান্নান। মান্নানকে দেখেই মামুন মাহামুদ বলে ওঠেন, আসেন মান্নান ভাই, আপনি ফোন করে আসতেন, ফোন করে আসলে আরো নেতাকর্মীদের রাখতাম।’ এ সময় মান্নানকে ডেকে মঞ্চে নিয়ে বসান। পরবর্তীতে সভা শেষে মামুন মাহামুদ মান্নানের সঙ্গে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে ৬ নভেম্বর বৃহস্পতিবার আজহারুল ইসলাম মান্নান গিয়াস উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে সিদ্ধিরগঞ্জে যান। কিন্তু তিনি গিয়াস উদ্দিনের দেখা পাননি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় আজহারুল ইসলাম মান্নান গিয়াস উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যান। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেখানে গিয়াসের সঙ্গে সাক্ষাতের জন্য তাকে একাধিকবার মোবাইলে ফোনও করেন। মান্নান সেখানে যাওয়ার কিছুক্ষন আগেই গিয়াস সেখানে ছিলেন তা জেনেই উপস্থিত হয়েছিলেন মান্নান। কিন্তু সেখানে না পেয়ে তাকে একাধিকবার ফোন করেন মান্নান। তবুও দেখা দেননি গিয়াসউদ্দীন।

এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। যার ভাগ্যে আল্লাহ মনোনয়ন রাখেন, সেভাবেই হয়। গিয়াস উদ্দিন সাহেব আমার বড় ভাই, তার সাথে দেখা করতে এসেছিলাম। এসে তাকে পাইনি, আমার ফোনও ধরেননি। আবারও আসবো, বারবার আসবো।