ফতুল্লায় ধানের শীষের পক্ষে রাজীবের গণসংযোগে নেতাকর্মী ও জনতার ঢল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকুসুল ইসলাম রাজীব ফতুল্লার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। তার এই লিফলেট বিতরণ ও গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

১৭ অক্টোবর শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ডে এই লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন মাকুসুল ইসলাম রাজীব। এ সময় তিনি স্থানীয়দের মাঝে নিজ হাতে লিফলেট বিতরণ করে ৩১ দফা জনে জনে বুঝিয়ে দেন। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় রাজীবের সঙ্গে ছিলেন- সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, বিএনপি নেতা মুজিবুর রহমান সরকার, সাবেক ছাত্রদল নেতা সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস শাহআলম ভুঁইয়া, সাবেক ছাত্রদল নেতা খাইরুল ইসলাম মুন্না, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইলাহী সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল জব্বার, আরিফুর রহমান আরিফ, মহানগর যুবদলের সদস্য আশিকুর রহমান অনিসহ ছাত্রদল, সাবেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষজন।