সান নারায়ণগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল, এ দল গণতন্ত্রের প্রতীক। দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়, মুক্ত গণতন্ত্র চায়। তারা অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কোনো ষড়যন্ত্রই ইনশাহআল্লাহ বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জামপুর খেলার মাঠে তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান আরো বলেন, “আজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে একটি অশুভ শক্তি তৎপর। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা সেই অন্ধকার দূর করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “সোনারগাঁ স্বাধীনতার পর থেকেই একটি ঐতিহাসিক আসন। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আসনের সঙ্গে সিদ্ধিরগঞ্জকে যুক্ত করা হয়েছে। আমি সিদ্ধিরগঞ্জের মানুষকেও আপন মনে করি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমার স্লোগান হবে— সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই, একসাথে উন্নয়ন চাই।
মান্নান অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তারা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ভুল তথ্য দিচ্ছে, ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে। আমি সবাইকে আহ্বান জানাই—এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ইসলাম শান্তির ধর্ম, মিথ্যা প্রচারকারীরা ইসলামের শত্রু।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকারত্ব, দমন-নিপীড়নসহ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। জনগণই বিএনপির শক্তি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও আইনের শাসনের পথে ফিরবে।”
জানাগেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ও ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করেছিল সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি। এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আজহারুল ইসলাম মান্নান। মান্নানের উপস্থিতিতে সেই উঠান বৈঠকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে হয়ে ওঠে জন সমাবেশ। এতে কয়েক’শ নারীও অংশগ্রহণ করেছেন।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জামপুর খেলার মাঠে বিশাল এই জন সমাবেশটি অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হান্নানের সভাপতিত্বে সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন আজহারুল ইসলাম মান্নান।
সভা শেষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ মোশারফ হোসেন, বিশেষ অতিথি সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল।
উপরোক্ত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, জামপুর ইউনিয়নর বিএনপি যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, জামপুর ইউনিয়ন জাসাস এর সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, সিনিয়র সহ পনির হোসেন মিন্টু, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, জামপুর ইউনিয়ন যুবদল নেতা সুজন, লুৎফর, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার, ইলি, জামপুর ইউনিয়ন বিএনপি সহ লুৎফর রহমান, হাফিজ, জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মােতালেব, কাদির, পলাশ, মোজ্জামেল, আতাউর, জয়নাল সহ হাজার হাজার নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী ও পুরুষ।