সান নারায়ণগঞ্জ
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ)-এর আয়োজনে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
১৫ অক্টোবর বুধবার সকাল থেকে সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি খানবাড়ি এলাকার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোতাহার, ডা. ওয়াফি ইসলাম, ডা. মো: তৌফিক হাসান, ডা: মো: সাইফুল ইসলাম হাসান, ডা: মো: আরিফুজ্জামান তুষার, ডা: মোঃ ইমরান হোসাইন, ডা. তোহা, ডা. হামজা।
মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে উপস্থিত ছিলেন মো.মামুনুর রশীদ, মো.দেলোয়ার হোসেন ও মো.নাঈম আকন।