ব্যক্তির নয়, সকলকে বিএনপির রাজনীতি করার আহ্বান

সান নারায়ণগঞ্জ

বিএনপিকে ভালবাসলে কোন ভাইয়ের রাজনীতি না করে মূল ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে বলে মনে করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

২৪ আগস্ট রবিবার বিকেলে ফতুল্লার ভূইগড় ভূইয়া কমিউনিটি সেন্টার ফতুল্লা থানা বিএনপি আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে টিটু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথা যারা বিশ্বাস করে এবং বিএনপিকে ভাল বাসে তারা কখনো ভাইয়ের রাজনীতি না করে মূল ধারায় ফিরে আসবে এবং মূল ধারার রাজনীতি করবে। এটাই আমি সকল নেতাকর্মীদের প্রতি আহবান করছি। ভাইয়ের রাজনীতি করতে গিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বিএনপি কারো ব্যক্তিগত সম্পদ নয়, জিয়াউর রহমানের কষ্টের গড়া একটি দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে। কেউ যদি মনে করে দলের দায়িত্ব পাওয়ার পর সে সারা জীবন একই দায়িত্বে থাকবে এটা ভুলের স্বর্গে বসবাস করছে। তাই দল যাকে দায়িত্ব দিবে তার অধিনে আমাদের কাজ করতে হবে। আসুন আমরা কোন ব্যক্তির রাজনৈতিক না করে বিএনপির রাজনীতি করি। আর বিএনপির রাজনীতি করা উচিৎ।

তিনি আরো বলেন, ফতুল্লা বিএনপির কোন কার্যক্রমে না থাকায় ফতুল্লার কয়েকটি ইউনিয়নের দায়িত্বরত নেতাদের শোকজ করা ২০ দিন অতিবাহিত হলেও তারা জবান না দেয়ায় তাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর কয়েকজন শোকজ করা হয়েছে। তারা তো দলের সদস্য পদে রয়েছেন। তাই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা যেন উপস্থিত থাকেন সেই আহবান করছি।

প্রস্তুতি সভায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, মাজহারুল আলম মিথুন, এসএম আনিছুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বর, সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, যুবদল নেতা ফরিদ আহমেদ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।