রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ১ লাখ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ।

১৫ মে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরপা, রুপসি, এলাকায় অভিযান চালিয়ে ২টি স্পটে, নিউ তাজমহল ব্রেড এন্ড বিস্কুট কারাখানা ও মেসাস ভুঁইয়া ফুড মুড়ির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান করেন করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ গ্যাস ব্যবহারের কারণে নিউ তাজমহল ব্রেড এন্ড বিস্কুট বেকারি কে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিচ্ছিন্নকৃত সংযোগঃ ১” ডায়া বিশিষ্ট ১ টি সোর্স লাইন
স্থাপনা সমূহ:
ওভেন-১টি-২০০ঘনফুট,
তন্দুর-১টা-২০০ঘনফুট।

স্থাপনা: স্টার বার্নার -১৬টি-২৫×১৬ ঘনফুট, রোষ্টার-১টি-১৫০ঘনফুট, ডাবল বার্নার-৪টি, সিঙ্গেল বর্ণার ১টি।
উচ্ছেদকৃত পাইপ: ২” ডায়া পাইপ ১২০ ফুট ও ১ টি ইন্সপ্রেটর বার্নার,

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে, যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।