সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে ১২’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ।
১৩ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুপ্তারা ইউনিয়নে বাজবি, তিনগাঁও, দুপ্তারা, হাজবিপাড়া, ৫ কিলোমিটার এলাকায় ৪টি স্পটে প্রায় ৭০০টি বাড়ির ১২’শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান, এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদকৃত পাইপ: প্রায় ৭০০ ফিট এমএস পাইপ, ২” ডায়া বিশিষ্ট ৪০০ ফিট, ১.৫” ডায়া বিশিষ্ট ৫০ ফিট এবং ১” ডায়া বিশিষ্ট ২৫০ ফিট এমএস পাইপ আনুমানিক জব্দ করা হয়।
প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, আড়াইহাজার প্রতিনিয়ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।