নারায়ণগঞ্জে ৯৫জন নারীর হাতে ক্ষুদ্র ঋণ তুলে দিলেন ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন এলাকার ৯৫ অস্বচ্ছল নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করেছে জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখা। এক অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ এসব নারীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

১৪ মে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতি নারীর হাতে ‘১৫ হাজার টাকা কওের এই ঋণের অর্থ প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ মঞ্জুর রেখার সভাপতিত্বে ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

ওই সময় পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ঋণ গ্রহীতা নারীদের পরামর্শ দেন। এ জন্য তিনি ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মোহাম্মদ ফিরোজ ও সদর উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মো.আনোয়ার হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।