রূপগঞ্জ প্রতিনিধি, সান নারায়ণগঞ্জ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল আলোচনা সভা করে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মিলনায়তনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে । মানুষের মুখের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি- নতুন এই দেশকে সাজানোর চেষ্টা আমাদের সকলকে করতে হবে।বাংলাদেশের সাধারণ জনগণ এর সমোচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না।
সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।