সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচ তলায় এ বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিগত সাড়ে ১৫ বছর আইনজীবী সমিতির ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসব সিনিয়র আইনজীবীদের অংশগ্রহণ দেখা যায়নি, সেইসব আইনজীবীরাও অংশগ্রহণ করেছেন। যারা কালেভদ্রে বিগত সময়ে অংশগ্রহণ করলেও চুপসে বসে থাকতেন, তারা এবার নেচে গেয়ে আনন্দ উল্লাস করেছেন। পুরোপুরি ভিন্ন এক চিত্র ফুটে ওঠে এই অনুষ্ঠানে। গত ৫ আগস্ট সরকার পতনের পর এটাই প্রথম আইনজীবী সমিতির ভোজ অনুষ্ঠান।
এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারী ও শিশু আদালতের বিচারক হাসানুল ইসলাম, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সহ সমিতির সিনিয়র আইনজীবীগণ। অনুষ্ঠানে সিনিয়র জুনিয়র বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা ও ভোজ পর্বের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপ) অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহামুদা আক্তার সংগীত পরিবেশন করে আইনজীবীদের বিনোদিত করেন। এসময় বিভিন্ন আইনজীবীরাও সংগীত পরিবেশন করেছেন।