হাজী নূরউদ্দীন টাকার বিনিময়ে আরেক প্রার্থী নিয়া আমার বিরুদ্ধে নামছে: মুকুল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন আহমেদের বিরুদ্ধে এক প্রার্থীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে মন্তব্য করেছেন। আতাউর রহমান মুকুল বলেছেন, বন্দরবাসীর কাছে নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছিলেন হাজী নূরউদ্দীন, আমার লগে দুইবার নির্বাচন করে পরাজিত হয়েছে, এখন তিনি এক প্রার্থী নিয়া আমার বিরুদ্ধে নামছে, বুড়া হইয়া গেছেগা এখনো টাকার লোভ সামলাতে পারে না।

১৩ এপ্রিল শনিবার বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে এক পথসভায় এসব কথা বলেন বন্দর উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। এ সময় বিপুল সংখ্যক বিএনপির দলীয় নেতাকর্মী ও এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনের আরেক সম্ভাব্য চেয়ারম্যান মাকসুদ হোসেনের নির্বাচনী গণসংযোগে দেখা যায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নূরউদ্দীন আহমেদ, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবুল ও জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলামকে। এমন প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নুরউদ্দীনকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।