আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামের মোতালিবের ছেলে তাবারক, উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা গ্রামের মোতালিবের ছেলে নবী হোসেন, ফতেপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে মারুফ।

পুলিশের বরাতে জানাযায়, ৬ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় নরসিংদী জেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খামারদি গ্রামের অটো রিকশাচালক তোফাজ্জল এর অটো রিক্সাটি খড়িয়া বাজার থেকে ছিনতাইকারীরা আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর বাজারে যাওয়ার জন্য ভাড়া নেয়। কামরাণীরচর বাজারে যাওয়ার পথিমধ্যে একটি ফাঁকা জায়গায় গিয়ে ছিনতাইকারীরা চালক তোফাজ্জলকে এলোপাথারী মারধর করে হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার ধারে ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে যায়, ওই সময় রাস্তা দিয়ে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় অটো রিক্সাচালক তোফাজ্জলকে দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর তার মুখ থেকে অটো ছিনতাইয়ের ঘটনাটি শুনে থানা পুলিশকে অবগত করেন। ঘটনা শোনার পর তাৎক্ষণিক থানার সেকেন্ড অফিসার এস আই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কামরানিচর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি সহ তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে অটো রিক্সাচালক তোফাজ্জল বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।