কর পরিশোধ করায় ওয়ার্ডবাসীকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন কাউন্সিলর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করছেন ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। ১১ ফেব্রুয়ারী রবিবার ওই ওয়ার্ডের আমলাপাড়া এলাকায় প্রথম ধাপে ট্যাক্স আদায় করেন তিনি।

প্রথন দিনেই ৫জন করদাতার কাছ থেকে বকেয়া ১ লাখ ৯২ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। উল্লেখ্য যে, ১৩নং ওয়ার্ডের ১১২টি হোল্ডিং মালিকের কাছে ১ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৯৭৩ টাকা বকেয়া রয়েছে।

এ সময় বকেয়া কর পরিশোধকারীদের মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে ফুল ও ধন্যবাদ পত্র তুলে দেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, নিয়মিত কর প্রদান করা সু-নাগরিকের দায়িত্ব। আমরা নিয়মিত ক্যাম্পেইন করছি বকেয়া কর আদায়ের জন্য। ১০০% কর আদায় না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এ সময় কাউন্সিলর খোরশেদ আরো বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে আমরা সকলের সহযোগিতা চাই।

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক সহকারী এসসোর আফজাল হোসেন, সহকারী কর আদায়কারী মোঃ আমিনুল ইসলাম ও ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।