প্রয়াত নেতা আবুল হাসনাত স্মৃতি স্মরণে সোনারগাঁয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে শুরু হয়েছে প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাতের স্মৃতি স্বরণে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সোনারগাঁও শেখ রাসেল স্পোটিং ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টটির জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়। এই টুর্নামন্টেটির আয়োজনে প্রধান ভুমিকা রেখেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্রীড়ামোদী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি একরামুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, সদস্য সানজিদ হাসনাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স। খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১১ দল অংশ।