‘প্র‌শাসন ওখান থেকে টাকা কামায়’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দ্বাদশ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনীন প্রচারনায় নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন এমপি একেএম শামীম ওসমান। মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছেন তিনি। সে লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সংগঠন প্রত্যাশার উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সমাবেশ। সমাবেশে শামীম ওসমান বলেছেন, আমার রাজনৈতিক জীবনে এত বিব্রত কোনোদিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না। উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়।

২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে আয়োজিত অরাজনৈতিক সংগঠন প্রত্যাশার আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকেএমইএর’র নির্বাহী সভাপতি মো: হাতেম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, স্বাচিপ নেতা ডা. আবু জাফর বিরু, জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বিসিবির পরিচালন তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, নারায়ণগঞ্জ আদালতের পিপি বুলবুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, আহলে সুন্নাত আল জামাতের মাওলানা এহতেশামুল হক প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাসিকের কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, চিকিৎসক, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।