একতরফা নির্বাচনে বিএনপি অংশ নেবে না, নির্বাচন করতে দেয়াও হবেনা: রিজভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

শেখ হাসিনার একতরফা নির্বাচনে বিএনপি অংশ নেবে না এবং নির্বাচনও করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

বৃহস্পতিবার ( ১৭ আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় পুলিশের গুলিতে অন্ধবরণ করা ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু কে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ- সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ অনেকেই।

রিজভী বলেন বলেন, ‘ফ্যাসিস্ট ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন৷ আপনি নিজের মতো করে আইনশৃঙ্খলা বাহিনীকে সাজিয়ে নিয়েছেন৷ আপনার আইনশৃঙ্খলা বাহিনী আর পেটোয়া বাহিনী দিয়ে তরুণদের হত্যা করছেন, চোখের অলো কেড়ে নিচ্ছেন, হাতের কব্জি কেটে ফেলছেন, পা কেটে ফেলছেন৷’

‘এটা আর চলবে না, জনগণ আর চলতে দেবে না৷ যুবক-তরুণরা জাগ্রত হয়েছে প্রতিহত করার জন্য৷, বলেন তিনি৷

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ক’দিন আগে বলেছেন, তাকে নাকি সরানোর চেষ্টা করা হচ্ছে৷ আপনাকে তো সরাবে জনগণ৷ কাকে ক্ষমতায় রাখবে তা জনগণই বেছে নেবে৷ জনগণ চাচ্ছে যে আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করুন৷ আর নির্বাচনকালীন একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার দিন যাতে জনগণ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে৷ জনগণই তো দেশের মালিক৷ কাকে রাখবে আর কাকে সরাবে সেটা তো জনগণের অধিকার৷ এটাকেই তো গণতন্ত্র বলে৷’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অর্থ জানেন না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা৷ তিনি বলেন, ‘আপনি যেভাবে ক্ষমতায় থাকতে চান সেটার শিকার হচ্ছে বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটু৷ অর্থ্যাৎ দেশে বিরোধীদলের জন্য কথা বলার কোন জায়গা থাকবে না৷ সরকার একের পর এক অন্যায়, লুটপাট, টাকা পাচার করবে, এটার বিরুদ্ধে কথা বলার, মিছিল করার, স্লোগান দেওয়ার কোন লোক থাকবে না৷ আর যদি থাকে তাহলে তাদের পরিস্থিতি হবে শহীদুল ইসলাম টিটুর মতো৷ শেখ হাসিনার জোর করে ক্ষমতায় থাকার পরিণতি হচ্ছে টিটুর চোখের দৃষ্টি চলে যাওয়া৷’

‘বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে না৷ আমরা সেই নির্বাচন প্রতিহত করতে চাই, যেখানে জনগণ অংশগ্রহণ করে না, ভোটাররা ভোট দিতে পারে না৷ শেখ হাসিনার একতরফা নির্বাচনে আর অংশগ্রহণ করবো না এবং তাকে করতেও দেবো না৷’ যোগ করেন তিনি৷

তিনি আরও বলেন, ‘জনগণকে ত্যাজ্য করে নির্বিঘ্নে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকবেন তা হতে পারে না৷ কোন ত্যাগ বৃথা যায় না৷ এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন হবে৷ বাকস্বাধীনতা ও গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে৷ রক্তচক্ষু নিয়ে যেভাবে শেখ হাসিনা শাসন করছে তার পতন হবে৷’ গণতন্ত্র ফেরাতে বিএনপির আন্দোলন-সংগ্রাম চলবে বলেও জানান তিনি৷