সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আড়াইহাজারে লিফলেট বিতরণ করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঢাকা – সিলেট মহাসড়কের পরিবহনের চালক ও যাত্রী এবং আড়াইহাজারের বিভিন্ন হাট- বাজার ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণ কালে নজরুল ইসলাম আজাদ
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও আগমী শনিবার ১৯ আগস্ট বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের এক দফা দাবিতে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
লিফলেট বিতরণ শেষে বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, এই সরকারের মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ওনাকে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময়ে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ- সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, এড. কামাল হোসেন মোল্লা, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান সুমন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়া, আড়াইহাজার সফর আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম কাকন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।