বধির ছাত্রদের ইনডোর গেমস্ কমপ্লেক্স উদ্বোধন করলেন তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার পরিচালিত বধির ছাত্রাবাসে প্রায় ১৫০ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্রদের মানসিক বিকাশের লক্ষ্যে ২৮ এপ্রিল রবিবার বাংলাদেশ জাতীয় বধির সস্থার সভাপতির উদ্যোগে বধির ছাত্রদের জন্য একটি ইনডোর গেমস্ কমপ্লেক্স উদ্বোধনী করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার বধির ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সংস্থার বধির ছাত্রাবাসে অবস্থানকারী সকল ছাত্রদের খেলাধুলার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ততা করার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে ক্যারাম, টেবিল ট্যানিস, দাবা চালু সহ টেলিভিশন দেয়া হলো। ভবিষ্যতে চাহিদা মোতাবেক আরো ক্রীড়া সামগ্রী সাংযোজন করা হবে, ইনশআল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ মাহাবুব রহমান, সহ-সভাপতি শ্যামল চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক মোঃ ফজলে এলাহী খান, ছাত্রাবাস তদারক মোঃ মাসুদুর রহমান ও সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ বাবুল মিয়া সহ স্কুলের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবকেরা।