1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
বন্দরে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়নের স্মরণসভা ও দোয়া Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

বন্দরে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়নের স্মরণসভা ও দোয়া

সান নারায়ণগঞ্জ
  • আপডেট মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২ Time View
IMG 20230718 222925

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্য নিশান্ত আর রাহমান যোনেক্স’র পিতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুণ গুণ মাল্টি মিডিয়ার কর্ণধার সফিকুর
রহমান লিয়ন’র বিদেহী রুহের মাগফেরাত কামনায় ‘‘মিডিয়া ভিশন কালচারাল একাডেমি আয়োজিত স্মরনসভা, মিলাদ ও দোয়ার মাহফিল মঙ্গলবার বাদ আছর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

একাডেমি’র চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্ব ও সঞ্চালনায়
দোয়াপূর্বক স্মরনসভায় মরহুমের জীবদ্দশার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি। এতে পর্যায়ক্রমে
স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক যুগ্ম
সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নূর, সাবেক কার্যনির্বাহী সদস্য ও শিল্পকলা একাডেমি’র সংগীত শিক্ষক মিতু মোর্শেদ, রেল পরিবার’র প্রতিষ্ঠাতা
আজাদ মাহমুদ ওসমানী, বাংলাদেশ টেলিভিশন ও বেতার’র কন্ঠ ও যন্ত্রশিল্পী রাজু আহাম্মেদ, রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, রংধনু
সংসদ’র প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন’র সাধারণ সম্পাদক খবির আহাম্মদ, বন্দর নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শহীদ ও মরহুমের একমাত্র পুত্র সন্তান নিশান্ত আর রাহমান যোনেক্স।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাদেশের এক সময়কার প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনে আরা বেগম, বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র কন্ঠশিল্পী গোলাম রসুল আজাদ,
জাতীয় দৈনিক মানবতার কন্ঠ’র নির্বাহী সম্পাদক ইমরান হোসাইন আকাশ, শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ আবুল কাশেম, সদস্য মোঃ জাকির হোসেন,রমজান হোসেন প্রমুখ।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন আকরাম হোসেন ও
সুভাষ চন্দ্র দাস। স্মরনসভায় বক্তারা বলেন,সফিকুর রহমান লিয়ন কেবল একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বই ছিলেন তিনি ছিলেন একজন্য সদা হাস্যোজ্জল
স্পষ্টভাষী ব্যক্তি। তার অকাল বিয়োগ কখনোই পূরণ হওয়ার নয়। বক্তারা আরো বলেন,লিয়ন তার কর্মের মাঝেই সারাজীবন বেঁচে থাকবেন। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্ঞাপন
করছি।

 

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL