আব্দুল হাইয়ের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। তবে পৃথকভাবে জেলা আওয়ামীলীগের ব্যানারে কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।

আওয়ামীলীগ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালীর মাধ্যমে পালন করেছেন। অনেকটাই একইঘরে দুই সতীনের মধ্যে সংসার চালানোর মত দশা হয়েছে তাদের। একই কার্যালয়ে কর্মসূচি পালিত হলেও পৃথকভাবে পালন করেছেন তারা।

জানাগেছে, শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগ নেতারা। এ ছাড়াও আলোচনা সভা ও নগরীতে র্যালীও করেছেন।

IMG 20230623 154217

এ সময় আব্দুল হাইয়ের সঙ্গে ছিলেন- আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসেন আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মরিয়ন কল্পনা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ সংবাদ