সোনারগাঁও কাঁচপুর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের মাধ্যমে পালিত হয়েছে।

IMG 20230612 203826

১২ জুন সোমবার অনুষ্ঠিত কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমী এবং এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোমেন খান।

IMG 20230612 203841

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি পীর মোঃ পিরু, সহ-সভাপতি মজিদ খান, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, ৯নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি নুরুল হক, সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানা যুবদলের সদস্য আমজাদ হোসেন, ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল মিজান প্রমূখ। এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এমনকি আরো খবর