দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার ৭ জুন বিকেল ৫টায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা অফিস, ১৮ নম্বর নবাব সলিমুল্লাহ রোড থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক প্রীতিকণা কণা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা। পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সিনিয়র সদস্য কমলা দে, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, শহর সমাজ কল্যাণ সম্পাদক রোজী আবেদীন, শহর সদস্য দীপা রায়, শাহনাজ বেগম লিপি, কাওছারা আক্তার পান্না, পল্লবী প্রত্যাশাসহ আরো অনেক।

বক্তারা বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ মরিচ,দুধ,চিনিসহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি দ্বিগুণ- তিনগুণ হয়েছে। এর কারণে বাসা ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। জনজীবন চরম দুর্ভোগের শিকার। ঔষুধপত্রেরও দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য দফায় দফায় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়েছে। করোনা পরবর্তী বিশ্বব্যাপী অস্থিরতা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে মানুষের আয় বৃদ্ধি পায়নি। বরং অনেককে কর্মহীন হয়ে পড়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও সরকার পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ, দুধ, ডিম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় আনতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমাতে হবে। এ কর্মসূচি জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।