নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল ঘোষণা, যোগ দিবে শ্যূটিং চ্যাম্পিয়নশীপে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আসন্ন সুজুকী ৯ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব শ্যূটিং রেঞ্জে ক্লাবের শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, শ্যূটিং উপ-কমিটির আহবায়ক আমিনুর রশিদ, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও মোরশেদ সারোয়ার সোহেল শ্যূটিং দলের নাম ঘোষণা করেন।

৩০ এপ্রিল হতে ৩ মে পর্যন্ত গুলশান শ্যূটিং ফেডারেশনের রেঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ১৪ সদস্যের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল অংশগ্রহণ করবে। .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ) ইভেন্টে জেসিমুজ্জামান হিমেল, মাহমুদুল হাসান সজীব, স্বরূপ চৌধুরী, রিসালাতুল ইসলাম, .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল, জুনিয়র (পুরুষ) ইভেন্টে রবিউল ইসলাম টমাস, .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (মহিলা) সুরাইয়া আক্তার, শারমিন আক্তার, তৃপ্তিদত্ত, শারমিন শিল্পা, জুনিয়র (মহিলা) কামরুন নাহার কলি, .১৭৭ এয়ার পিস্তল (মহিলা) ইভেন্টে সম্পা সাহা, মেহেজাবিন মাহাতাজ মাসুদ রাইসা, .১৭৭ এয়ার পিস্তল (পুরুষ) ইভেন্টে অংশগ্রহণ করবে। টিম ম্যানেজার হিসেবে থাকবেন ক্লাবের প্রাক্তন শ্যূটিং সম্পাদক মোঃ শফিকুজ্জামান এবং কোচ হিসেবে থাকবেন আসবাব আলী ফয়েজ। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল শ্যূটারদের সাফল্য কামনা করেছেন।