যুবলীগ সভাপতি ছোট নজরুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কোম্পানীর দায়ের করা এক কোটি টাকা চাঁদাবাজি মামলায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি ছোট নজরুর ইসলামকে জেল গেটের সামনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানাগেছে, ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। নজরুল শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত ধনু মেম্বারের ছেলে। চাঁদাবাজির মামলায় নজরুলকে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

মডার্ণ গ্রুপ অব কোম্পানী নামক একটি কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এক কোটি টাকা চাঁদা দাবির মামলাটি দায়ের করেন।

মামলায় আজমত আলী দাবি করেন- তাদের ক্রয়কৃত জমি তাজ জুট মিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগি খালেক ওরফে জামাই খালেক ১কোটি টাকা চাঁদা দাবি করে। মামলায় আসামি করা হয় তার ভাই জহিরুল ইসলাম, সহযোগি আব্দুল খালেক ওরফে জামাই খালেক।