মাদক মামলায় ১৭ বছর পলাতক: ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাব-১১ নারায়ণগঞ্জের ফতুল্লার এক মাদক মামলায় ১৭ বছর পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। ওই মামলায় তাকে দুই বছরের সাজাও দেয়া হয়। ৪ মে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক ৪ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ, ঈশাখা রোড এলাকা হতে মাদক মামলায় দীর্ঘ ১৭ বছর যাবত পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী সুমন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামী সুমন ২০০৬ সালের আগষ্ট মাসে পঞ্চবটি এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ফতুল্লা থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেপ্তার হয়।

পরবর্তীতে ফতুল্লা থানায় আসামী সুমন এর বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৯৮(০৮)০৬। মামলা দায়েরের পর আসামী সুমন জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ ১৭ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। এছাড়াও আসামী সুমন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

এরই প্রেক্ষিতে আদালত গত ২৫/০৭/২০২২ তারিখে গ্রেপ্তারকৃত আসামী সুমনকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী সুমনকে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।