জন্মদিনে আইনজীবীদের ভালোবাসায় সিক্ত বার সেক্রেটারি মুহাম্মদ মোহসীন মিয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ ও সর্বস্তরের আইনজীবীদের প্রিয় ব্যক্তি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন উদযাপন করেছেন আইনজীবীরা।

IMG 20230322 141828

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পযন্ত নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া’র নিজস্ব চেম্বারে দলে দলে একের পর এক কেক ও ফুল নিয়ে এসে এ জন্মদিন উদযাপন করেন আইনজীবীরা।

IMG 20230322 141817

আইনজীবীদের এমন ভালোবাসা পেয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আজ আমার জন্মদিন। তবে ব্যক্তিগতভাবে আমি কোনো আয়োজন করি নাই। তবুও আমার সহকর্মী, ছোট ভাই ও সিনিয়রদের কাছ থেকে এবং সর্বস্তরের আইনজীবীদের কাছ থেকে এতো শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছি যে আমি খুবই আনন্দিত। অনেকে কেক নিয়ে এসে, অনেকে আবার ফুল নিয়ে এসে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সহ সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই অনেক কৃতজ্ঞতা এবং সকলের কাছে দোয়া চাই।