আইনজীবী সমিতির ভবন নির্মাণে সেলিম ওসমানের আরো ৩০ লাখ টাকার অনুদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের দানবীর সংসদ সদস্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত “বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ডিজিটাল বার ভবন” নির্মাণে আরো আর্থিক অনুদান প্রদান করেছেন।

২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি সেলিম ওসমানের অফিসে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার হাতে ৩০ লাখ টাকার চেক তুলে দেন এমপি সেলিম ওসমান। ওই সময় সমিতির সভাপতি ও সেক্রেটারি সহ নবনির্বাচিত সকল আইনজীবীগণ এমপি সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনজীবী সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ডিজিটাল বার ভবন নির্মাণে এমপি সেলিম ওসমান এ যাবতকালে কয়েক দফায় এ পর্যন্ত ৪ কোটি ৩৬ লাখ টাকা আইনজীবীদের স্বার্থে অনুদান প্রদান করেছেন।

এদিকে জানাগেছে, গত ৩০ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতি (২০২৩- ২০২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্যে ১৬টি পদে বিজয়ী হয়েছেন। শুধুমাত্র একটি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন বিএনপি।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে আলাউদ্দিন আহমেদ, সহ- সভাপতি পদে রবিউল আমিন রনি, যুগ্ম সম্পাদক পদে কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে দেলোয়ার হোসেন সুজন প্রধান‌, কার্যকরী সদস্য পদে আলী আকবর, নারায়ণ চন্দ্র সাহা, হালিমা আক্তার ও নুরী নাজমুল আমিন নির্বাচিত হোন।

উপরোক্ত নবনির্বাচিত সকল আইনজীবীদের নিয়ে বৃহস্পতিবার এমপি সেলিম ওসমানের সঙ্গে সাক্ষাৎকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসান ফেরদৌস জুয়েল ও মুহাম্মদ মোহসীন মিয়া। ওই সময় এমপি সেলিম ওসমান তাদের হাতে আরো ৩০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় সঙ্গে ছিলেন এমপির সহধর্মিণী।

ওই সময় আইনজীবী সমিতির পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া এমপি সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।