আইনজীবী সমিতিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কয়েকশ আইনজীবীর উপস্থিতিতে পিঠা উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

IMG 20230104 234606

এতে আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত জনপ্রিয় সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনির পরিচালনায় আদালতের বিচারকমন্ডলী উপস্থিত ছিলেন।

সন্ধার পূর্ব থেকেই আইনজীবীদের নিয়ে পিঠা উৎসব শুরু হয়। এতে শত শত আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সমিতির ভবনে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেন।