ঘরে বসেও গায়েবী মামলার আসামি, ঢাকায় পুলিশের গুলির সামনে বুক পেতে দিবো: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদানের প্রস্তুতিমুলক সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যে কোনো মূল্য আমাদেরকে ১০ তারিখে ঢাকায় যেতে হবে। শত বাধা-বিপত্তি অতিক্রম করে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে। এর আগ পর্যন্ত পুলিশের হামলা মামলা এড়িয়ে একটু সাবধানে চলাফেরা করতে হবে। ইতিপূর্বে আমরা অসংখ্য গায়েবি মামলার আসামি হয়েছি। এমনকি ঘরে বসে থেকেও মামলায় আসামি। তাই এবার যদি মামলা খেতেই হয়, আসামী হতেই হয় তাহলে আর ঘরে বসে থেকে আসামি হবো না, ঢাকায় গিয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দেবো, তবুও এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

আগামী ১০ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। ৩০ নভেম্বর বুধবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ নগরীতে এই সভার আয়োজন করা হয়। 

সভায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের একটাই টার্গেট সেটা হলো আগামী ১০ডিসেম্বর ঢাকার বিভাগীয় কোন গণসমাবেশকে সফল করা। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আমরা একসাথে সেদিন ঐক্যবদ্ধ হয়ে গণসমাবেশে যোগদান করবো। কোন বাঁধাই আমাদেরকে আটকাতে পারবেনা। সবাই যার যার মতন করে প্রস্তুতি নিন। মামলা হামলাকে আর ভয় পাবেন না। এ সকল মামলা হামলা মাথায় নিয়েই আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং কর্মসূচি সফল করতে হবে। 

সভায় আগামী ১০ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহানগর বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই গণসমাবেশ সফল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, সদস্য মাসুদ রানা, মহানগর কৃষক দলের সদস্য সচিব গুলজার হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর তাঁতীদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হযরত আলী প্রমূখ।