সাংগঠনিক পক্ষ’২২ উপলক্ষে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের কর্মী সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “সংগঠনের শক্তি সংহত করি: সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি” এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ’২২ উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর শনিবার বিকেলে নারায়ণগঞ্জস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রব্রর্তী’র সভাপতিত্বে করেন।

একুশ শতকের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ক আলোচনা করেন জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিষয়ক আলোচনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন ও সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন।

বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে সাংগঠনিক পক্ষ’২২ উপলক্ষে কর্মী সভা করা হচ্ছে। সংগঠনকে বুঝতে হলে সকল কর্মী-সংগঠকদের অবশ্যই গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পড়তে হবে। চর্চা করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। সেই অনুযায়ী আদর্শভিত্তিক কাজ করতে হবে। একুশ শতকের নারী আন্দোলনে বাংলাদেশ মহিলা পরিষদের ভুমিকা অগ্রগণ্য। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন, নারী উন্নয়ন নীতির বাস্তবায়ন, নারীর বৈষম্য বিলোপ নীতির (সিডও সনদ) বাস্তবায়ন, সকল ক্ষেত্রে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারী ও শিশু অধিকার বিষয়ক আইনগুলো সংস্কারের দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ জন্মলগ্ন হতে আন্দোলন করে চলেছে। এই আন্দোলনের ফলে অনেক অধিকার ও আইন প্রতিষ্ঠিত হয়েছে। সকল শ্রেণী পেশার নারী-পুরুষ, তরুণ-তরণীদের সম্পৃক্ত করতে হবে। আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করতে হবে। তাহলে একদিন কা়ংক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

সভায় জেলা, শহর ও পাড়ার কমিটির অর্ধ শতাধিক নেত্রী ও সদস্য উপস্থিত ছিলেন।