বিএনপির বিদ্রোহীদের যেসব আমলনামা তারেক রহমানের টেবিলে!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষ্যেই অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটি গঠনের পর গত ৬ অক্টোবর সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কর্মসুচি শোক র‌্যালী পালনের মাধ্যমে নারায়ণগঞ্জে বিএনপির শক্তির জানানি দিয়েছেন।

IMG 20221013 171329
গত ১৮ সেপ্টেম্বর তৈমুর আলম খন্দকারের হাতে পদত্যাগ পত্র জমা দেন মুকুল, নূরউদ্দিন, আশা সহ অন্যান্যরা।

এমন পরিস্থিতিতে মহানগর বিএনপিকে টেনে ধরার চেষ্টায় নেমেছেন বিএনপি থেকে স্থায়ীভাবে বহিস্কৃত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তার উস্কানিতে বিএনপির বেশকজন নেতা, যারা দীর্ঘ কয়েক বছর যাবত সরকারি দল আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সভা সমাবেশের মঞ্চে ওঠে রাজনীতি করেছেন। মহানগর বিএনপির কমিটি গঠনের পূর্বে তারা বিএনপির রাজনীতিতে ফিরে বিএনপির কমিটি ভাগিয়ে নিয়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির তল্পিবাহক বানানোর স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু তা না হওয়ার কারনে এখন তারা সরাসরি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার মিশনে নেমেছেন। এমন অভিযোগ তৃণ্যমুল নেতাকর্মীদের।

IMG 20221013 162915
গত সিটি কর্পোরেশন নির্বাচনে এডভোকেট তৈমুর আলম খন্দকার জাতীয় পার্টির চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির কমিটি গঠনের পর ১৮ সেপ্টেম্বর বিএনপির বহিস্কৃত নেতা তৈমূর আলমের বাসায় গিয়ে মহানগর বিএনপির সদ্য ঘোষিত কমিটির ১৫জন নেতা পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে ফারুক নামে একজন পদত্যাগ করেননি বলে দাবি করেন। যেখানে তৈমূর আলম খন্দকার বিএনপির কিছুই নন, তার হাতে দিয়েছেন পদত্যাগপত্র! ওইদিন নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা ও তার চামড়া তুলে নেয়ার ঘোষণা দেন।

IMG 20221011 174736
বন্দরে শিক্ষক শ্যামল কান্তিকে যেদিন সেলিম ওসমান কান ধরে ওঠবস করায় সেদিনও মুকুল সঙ্গে উপস্থিত ছিলেন।

এসব কর্মকান্ড সহ বহিস্কৃত তৈমূর আলম ও মহানগর বিএনপির কমিটির বিরোধীতাকারীদের অতীত কর্মকান্ডের বিষয়ে বিস্তর বিবরণ তারেক রহমানের কাছে বিভিন্ন মাধ্যমে পৌছে দেয়া হয়েছে বলে জানাগেলো। যারা বিএনপিকে দূর্বল করার মিশনে নেমেছেন অতীতে তাদের আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ঘেষা নানা কর্মকান্ড এখন লন্ডনে তারেক রহমানের টেবিলে।

IMG 20221013 163053

বিএনপির বিতর্কিত এসব নেতাদের মধ্যে তৈমূর আলম খন্দকার গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হোন। নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেই নারায়ণগঞ্জের আওয়ামীলীগের ওসমান পরিবারের পূর্বসুরী ও বর্তমান এমপিদের গুণকীর্তন শুরু করেন। তিনি আপাদমস্তক ওসমান পরিবারের লোক বনে যান তার নানা বক্তব্যে। নির্বাচনের মাঝে এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ জাতীয়পার্টির ৪জন ইউপি চেয়ারম্যানকে নিয়ে নির্বাচনী মাঠে নামেন তিনি। নির্বাচনে পরাজিত হয়ে তিনি আবার নৌকার প্রার্থী মেয়র আইভীকে মিষ্টিমুখ করান। নির্বাচন শেষে তিনি বিএনপি থেকে স্থায়ীভাবে বহিস্কৃত হোন।

IMG 20221011 170720
২০১৮ সালে জাতীয় নির্বাচনে সেলিম ওসমানের নির্বাচন করার ঘোষণা করার মঞ্চে মুকুল।

সদ্য ঘোষিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন হাজী নূরউদ্দীনও। তিনি ২০১৪ সালে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের সমর্থন চান। কিন্তু দলের সমর্থন পান আতাউর রহমান মুকুল। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে যান নূরউদ্দিন। যে কারনে নুরউদ্দীনকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বিএনপি।

IMG 20221011 175018
নগরীর খানপুরে এমপি সেলিম ওসমানকে দেয়া সংবর্ধনা দেয়ার মঞ্চে মুকুল

২০০৯ সালে বন্দর উপজেলা বিএনপির কমিটিতে নুরউদ্দীনকে সভাপতি ও মাজহারুল হক হিরণকে সাধারন সম্পাদক করা হলে বিএনপির পাল্টা বিদ্রোহী কমিটি গঠন করেন আতাউর রহমান মুকুল ও হান্নান সরকার। মুকুল সভাপতি ও হান্নান সরকার নিজেরাই নিজেকে সভাপতি ও সেক্রেটারি পাল্টা ঘোষণা দেন।

IMG 20221011 171114
বন্দরের ধামগড় ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান মাসুমকে নৌকা তুলে দিচ্ছেন মুকুল, সঙ্গে থানা আওয়ামীলীগ সভাপতি রশিদ।

সারা বছর আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এক মঞ্চে রাজনীতি করেছেন আতাউর রহমান মুকুল, হান্নান সরকার ও সুলতান আহমেদ। তারা এখন মহানগর বিএনপির কমিটির বিরোধিতা করছেন। অতীতে এলাকার উন্নয়নমুলক কর্মকান্ডের অনুষ্ঠান ছাড়াও জাতীয় পার্টির রাজনৈতিক সভা সমাবেশেও উপস্থিত থেকেছেন প্রকাশ্যে তারা। এমনকি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধীতা করে জাতীয় নির্বাচনে প্রকাশ্যে লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছেন তারা।

IMG 20221011 170445
এমপি শামীম ওসমান ও এমপি সেলিম ওসমানের সঙ্গে প্রয়াত আওয়ামীলীগ নেতা সামসুজ্জোহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে মুকুল

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান মুকুল। হান্নান সরকারের বাড়িতেই সেলিম ওসমানকে নিয়ে লাঙ্গলের কর্মীসভা করেছেন হান্নান সরকার। সেলিম ওসমানকে বিজয়ী করতে যত টাকা লাগে হান্নান সরকার খরচ করারও ঘোষণা দেন সে সময়। সিরাজদ্দৌলা মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষের পক্ষে সমাবেশ করতে দেয়নি সুলতান। পরে অন্যত্র সমাবেশ করতে হয়।

IMG 20221011 170644
নগরীর খানপুরে এমপি সেলিম ওসমানের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে যোগদান করেন হান্নান সরকার।

জেলা জাতীয় পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক আবুল জাহের গণমাধ্যমকে জীবদ্দশায় নিশ্চিত করেছিলেন সুলতান জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৫ সালে নগরীর খানপুরে সেলিম ওসমানকে সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে যোগদান করেছিলেন হান্নান ও সুলতান। কিন্তু বিএনপির কমিটি গঠন আলোচনায় আসলেই তারা বিএনপিতে সরব হোন। এবারও তাই হয়েছে। মহানগর বিএনপির কমিটি গঠনের পূর্বে বিএনপির মাঠে ফিরেন তারা। ১৩ সেপ্টেম্বর কমিটি হলে তারা বিদ্রোহ করে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করার মিশনে নামেন।

IMG 20221011 170704
নগরীর খানপুরে এমপি সেলিম ওসমানের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে যোগদান করেন সুলতান আহমেদ।

এদিকে ৬ অক্টোবর যখন মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু কেন্দ্রীয় কর্মসূচি শোক র‌্যালী পালন করেন। সেদিন সরকারি দলের প্রভাব খাটিয়ে বিএনপির লোকজনদের হুমকি ধমকি ভয়ভীতি দেখিয়ে মুকুল গংদের পাল্টা র‌্যালীতে যোগদান করানোর চেষ্টা করা হয়। মুকুলের আয়োজিত র‌্যালীতে গেলে মামলা হবেনা কিন্তু সাখাওয়াত-টিপুর নেতৃত্বে র‌্যালীতে যোগদান করলে মামলার আসামি হতে হবে বলে নেতাকর্মীদের এমন ভয় দেখানো হয়। তারপরেও সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে বিশাল শোডাউন করে মহানগর বিএনপি।

IMG 20221011 171059
২০১৭ সালের দিকে বন্দরে প্রয়াত এরশাদের সমাবেশে বক্তব্য রাখছেন মুকুল।

গত ৬ অক্টোবর মহানগর বিএনপির শোকর‌্যালী অনুষ্ঠিতব্য ওই র‌্যালীর দুদিন পূর্বে মহানগর বিএনপির প্রস্তুতিমুলক সভায় বন্দর কদমরসূল পৌর বিএনপির সভাপতি ‍নূর মোহাম্মদ পনেছ তার বক্তব্যে তৈমূর আলম খন্দকার, আতাউর রহমান মুকুল, নূরুউদ্দীন ও মনোয়ার হোসেন শোখন সহ বিদ্রোহীদের অনেকের বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সিটি নির্বাচনে তৈমূর আলম দালালে পরিনত হয়। নির্বাচনে আমার মত পনেছকে যদি কেন্দ্র থেকে পুলিশ ধরতে পারতো তাহলে ৪টা মামলা দিয়ে চালাল করতো। অথচ শোখনকে আটকাইয়া রাখছে মাত্র। কারন শোখন কেরম লোক আমরা সবাই চিনি তারে, তার টেকা পয়সা আছে, হের সব দলের লগে লিয়েজো আছে।

IMG 20221011 171423
কাউন্সিলর নির্বাচিত হয়ে আওয়ামীলীগ নেত্রীর বাসায় গিয়ে পা ছুয়ে সালাম করে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান আশা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ করেনি। তৈমুর আলম খন্দকার অংশগ্রহণ করায় বহিষ্কৃত হয়। কিন্তু মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে থেকেও সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেন আবুল কাউসার আশা। একইসঙ্গে তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রয়েছেন। তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিজয়ী মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাসায় ছুটে যান। সেখানে গিয়ে তিনি আইভীর পা ছুয়ে সালাম করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেয়র আইভীর সঙ্গে সখ্যতা গড়ে তুলেন। মেয়র আইভীর উপস্থিতি সহ সরকারের মন্ত্রীর অনুষ্ঠানেও মিছিল নিয়ে যোগদান করেন আশা। যা নিয়ে চরম সমালোচনা সৃষ্টি হয়। তিনি মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হলেও বহিস্কৃত তৈমুর আলম খন্দকারের হাতে পদত্যাগ পত্র জমা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

IMG 20221013 163424

গত সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নির্বাচনে খোরশেদের জয় নিশ্চিত করতে ওসমান পরিবারের ইশারায় কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন নির্বাচন থেকে সরে যান বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগে নির্বাচনের পূর্বেই রবিউল হোসেনকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।

IMG 20221013 163451

এর আগে ২০২০ সালে করোনাকালে মহানগর যুবদলের সভাপতির পদে থেকেও টিম খোরশেদ নাম দিয়ে নিজেকে হাইলাইটস করতে ব্যস্থ হয়ে পড়েন খোরশেদ। টানা দুই বছর টিম খোরশেদের ব্যানারে করোনাকালে কাজ করলেও বিএনপি কিংবা খালেদা জিয়ার নামে কোনো কর্মসূচি পালন করেননি। করোনাকালে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান একটি অনুষ্ঠানে খোরশেদকে বীর বাহাদুর মন্তব্য করলে খোরশেদ নিজের দলের আদর্শ ভুলে গিয়ে সেলিম ওসমানের গুনকীর্তন শুরু করেন এবং ধন্যবাদ জানান। একই সঙ্গে খোরশেদ ও তার কর্মীরা সেলিম ওসমানের বক্ত বনে যান। নিজেক বীর বাহাদুর ভাবতে শুরু করেন তিনি। করোনাকালে সেলিম ওসমানের সহযোগীতাও নেন তিনি। ডিসি অফিসে শামীম ওসমানের সঙ্গে একটি অনুষ্ঠানেও দেখা যায় তাকে। এসব কারনে পরবর্তীতে তাকে মহানগর যুবদল থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় যুবদল।