আইনজীবী সমিতির ভবন নির্মাণে সেলিম ওসমানের আরো অনুদান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের দানবীর সংসদ সদস্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবন নির্মাণে আরো আর্থিক অনুদান প্রদান করেছেন।

১২ অক্টোবর বুধবার সন্ধ্যায় এমপি সেলিম ওসমানের অফিসে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনির হাতে ৬ লাখ টাকার চেক তুলে দেন সেলিম ওসমান। ওই সময় সমিতির সভাপতি ও সেক্রেটারি এমপি সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনজীবী সূত্রে জানাগেছে, ডিজিটাল বার ভবন নির্মাণে এমপি সেলিম ওসমান এ যাবতকালে কয়েক দফায় ৩ কোটি ১৬ লাখ টাকা আইনজীবীদের স্বার্থে অনুদান প্রদান করেছেন।

এদিকে বুধবার সন্ধ্যায় সর্বশেষ ৬ লাখ টাকার চেক তুলে দেন এমপি সেলিম ওসমান। ওই সময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দীন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুবাস বিশ্বাস সহ আইনজীবী সমিতির বর্তমান পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, আইনজীবী সমাজ কখনই এমপি সেলিম ওসমান মহোদয়ের এই অবদান ভুলবে না।