সোনারগাঁ পৌরবাসীর জন্য ২৫কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকায় আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। সেই লক্ষে উপজেলা স্যানেটেশনের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) সংসদ সদস্য লিয়াকত হোসের খোকা এ প্রকল্পের উদ্ধোধন করেন।

এসময় এমপি খোকা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্ব এগিয়ে যাচ্ছে দেশ। দেশের প্রতিটি স্তরেই উন্নয়নের ছোয়া লেগেছে। দেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। সারাদেশের ন্যায় সেই উন্নয়নের ছোয়া সোনারগাঁয়ের প্রতিটি ঘরেই পৌচ্ছে যাচ্ছে। এখন থেকে সোনারগাঁও পৌরসভাবাসী বিশুদ্ধ সাপ্লাই পানি পাবে। এজন্য সরকার ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। আশা করি খুব তারাতারি পৌরবাসী বিশুদ্ধ খাবার পানির সুবিধাটি ভোগ করবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, বৈদ্যেরবাজার ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সম্ভুপুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রব, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম সিকদার শিপলু, কাউন্সিলর মনিরুজ্জামান মধু ও নুরুনাহার রিতা আক্তার প্রমূখ।