সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১২ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর (আইএবি) এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, খাদ্য মানুষের অন্যতম একটি মৌলিক অধিকার। মানুষ বেচেঁ থাকার তাগিদে খাবার খায়। দিন দিন যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে সাধারণ সবজি কেনাও কষ্টসাধ্য হয়ে পড়ছে। সবজি থেকে শুরু করে ব্রয়লার মুরগী, গরুর গোস্ত এবং আসন্ন রমজানের সামগ্রী সবকিছুর দাম হু হু করে বেড়েই চলছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসাইন খান।
তিনি আরও জানান শীর্ষ দুই নেতা বিবৃতিতে আরও বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষ করে সরকারের কোন সদিচ্ছা না থাকলে; সাধারণ জনগণ এ অভিশাপ থেকে মুক্তি পাবেনা। পরিশেষে নেতৃবৃন্দ আরো বলেন, পরিচ্ছন্ন নগর গড়ি, সুন্নতের আমল করি এই স্লোগানে ক্লিন নারায়ণগঞ্জ বির্নিমাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়ে নগরবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত আগামী ১৯ এপ্রিল ২০১৯ইং শুক্রবার নগর সম্মেলন সফল করতে হবে।