কোর্ট বারান্দায় বিএনপি নেতা মান্নানের দিনভর অবস্থান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ডাকা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের দায়েরকৃত ৩টি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ২১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টা থেকে আদালতপাড়ায় অবস্থান নেন তিনি। দুপুর দুইটা পর্যন্ত আদালতের কোর্টে বারান্দা ঘুরে ঘুরে কখনওবা অপেক্ষমান বসে দাঁড়িয়ে হাজিরা দিয়েছেন তিনি।

IMG 20220921 132108

জানাগেছে, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ নগরীর ২নং রেল গেট এলাকায় র‌্যালী বের করতে গেলে পুলিশের লাঠিচার্জে আহত হোন মান্নান। চিকিৎসা শেষে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে পারেননি। তবুও তিনি পুলিশের হামলায় আহত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হাসপাতালগুলোতে ছুটে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসার জন্য সহযোগিতাও করেছেন সাধ্যমত।