শারদীয় দূর্গা পুজায় সোনারগাঁয়ে সহযোগিতায় থাকবে জাতীয় যুব সংহতি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আগামী পহেলা অক্টোবর শারদীয় দুর্গা পুজায় সোনারগাঁও উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের সার্বিক সহযোগিতায় থাকার ঘোষণা দিয়েছেন সোনারগাঁও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। একই সঙ্গে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

১৮ সেপ্টেম্বর রবিবার এক বিবৃতিতে কাজী নাজমুল ইসলাম লিটু জানান, সামনে আগামী জাতীয় নির্বাচন তাই এই বছর সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠানে কোন কোন গ্রুপ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতে পারে, সেই আশংকা থাকে। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের উৎসব সম্পন্ন করতে পারে, সেজন্যেই জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়ের পক্ষে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

তিনি বিবৃতিতে আরো বলেন, প্রতিটি ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া, সহযোগিতা করা সমাজিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দায়িত্বেও বর্তায়। তাই সকলেই একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা উচিৎ।