নারায়ণগঞ্জে ফিট এলিগেন্সের ১২তম শো-রুম উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে উদ্বোধন করা হলো ফিট এলিগেন্সের ১২তম শো-রুম। উদ্বোধন উপলক্ষ্যে যেকোন পণ্য ক্রয়ে এই শো-রুমে ক্রেতাগণ পাচ্ছেন ১৫% ছাড়।

৬ আগস্ট শনিবার বিকেলে বঙ্গবন্ধু সড়কে নগরীর ২নং রেলগেট সংলগ্ন স্পাইসি গার্ডেন ভবনে শো-রুমটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ ও ইউটিউবার সেলিব্রেটি সালমান মুক্তাদির।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিট এলিগেন্সের চেয়ারম্যান রুমানা রশিদ, ম্যানেজিং ডিরেক্টর তানভীর জিয়াউল রশিদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন।

IMG 20220806 192432

এছাড়াও ফিট এলিগেন্সের ব্রান্ড অ্যাম্বাসেডর গোলাম সামদানি ডন, সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটি রাফসান শাবাব, নিয়ন ও নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন লাভলু, স্পাইসি গার্ডেনের স্বত্বাধিকারি আক্তারুজ্জামান আকতার প্রমূখ উপস্থিত ছিলেন।