জেলা জাতীয় পার্টিতে কাজী লিটু, এমপি খোকার প্রতি কৃতজ্ঞতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী নাজমুল ইসলাম লিটু। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় যুব সংহতির নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির রাজনীতিসহ সোনারগাঁও উপজেলার রাজনীতিতেও বেশ সরব ভূমিকা রেখে আসছেন। জাতীয় পার্টির প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে রাজনীতি করে আসার ফলশ্রুতিতে তাকে জেলা জাতীয় পার্টির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করেছে কেন্দ্রীয় জাতীয় পার্টি।

জানাগেছে, ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাঈম ইকবালকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নেতারা সান নারায়ণগঞ্জকে জানান যে, এই কমিটিতে শুধু আবু নাঈম ইকবালই নয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ বেশকটি পদ সহ সদস্য পদেও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি থেকে বিপুল সংখ্যক নেতাদের নির্বাচিত করা হয়েছে। সোনারগাঁয়ের নেতারা এবার জেলা পর্যায়ে নেতৃত্ব দিবেন।

কাজী নাজমুল ইসলাম লিটুকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।