জেলা কমিটিতেও শক্ত অবস্থানে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের দুইবারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জাতীয় পার্টিকে জনগণের দোরগোড়ায় পৌছে গেছে। একই সোনারগাঁয়ে জাতীয় পার্টির শক্ত অবস্থান তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃত্বে ভাগ বসিয়েছে সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির নেতারা। যেখানে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল। তিনি সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাঈম ইকবালকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। নেতারা সান নারায়ণগঞ্জকে জানান যে, এই কমিটিতে শুধু আবু নাঈম ইকবালই নয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ বেশকটি পদ সহ সদস্য পদেও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি থেকে বিপুল সংখ্যক নেতাদের নির্বাচিত করা হয়েছে। সোনারগাঁয়ের নেতারা এবার জেলা পর্যায়ে নেতৃত্ব দিবেন।

সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির রাজনীতি করে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ চেয়ারম্যান, এমএ জামান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দীন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, আবু তালেব চৌধুরী জিসান, সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল হাসেম, আশরাফুল মাকসুদ ভুঁইয়া ও শফিকুল ইসলাম শফি।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন ও সাবেক মেম্বার আব্দুল বাছেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির, প্রচার সম্পাদক পদে ফজলুল হক মাস্টার, কৃষি বিষয়ক সম্পাদক পদে হাজী শ্যামল সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে হাজী মোক্তার হোসেন, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে আলী জাহান মেম্বার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক পদে হাজী মনির হোসেন তোতা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল ইসলাম লিটুকে নির্বাচিত করা হয়।

এ ছাড়াও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সহ লায়ন তোফাজ্জল হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান নূর হোসেন, আলী আকবর, এরশাদ, লুৎফর রহমান তোতা, মোসলেহ উদ্দীন, জায়েদা আক্তার মনি, ফিরোজ আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া মেম্বার, সাবেক মেম্বার আইয়ুব আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান দাইয়ান সরকার, শহিদ মিয়া, সাবেক মেম্বার হারুন অর রশিদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কবির, সেলিম রেজা, মনির হোসেন মেম্বার, মাসুম ভুঁইয়া, মেরাজুল ইসলাম ভুঁইয়া রিপন, সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, সেলিম মিয়া মেম্বার, মাসুদুর রহমান মাসুম, আসাদুজ্জামান আসাদ, মামুন মিয়া মেম্বার, আব্দুল মান্নান মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, শাহিন মোল্লা, সাকিব হাসান জয় মেম্বার, সাবেক মেম্বার বকুল মিয়া, সাবেক মেম্বার রুহুল আমিন, ডা. ফয়সাল, সাবেক মেম্বার সুরাইয়া বেগম, রুনা আক্তার মেম্বার, নাসিমা আক্তার মেম্বার, নারগিস মেম্বার, ইলিয়াস, আমান উল্লাহ আমান মেম্বার, হাসান খান মেম্বার, সাবেক মেম্বার তোতা, মুজিবুর রহমান খোকা, ওমর ফারুক টিটুকে সদস্য পদে নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।