সোনারগাঁয়ে শ্রমিকলীগ পাল্টাপাল্টি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক লীগের অনুমোদিত কমিটির নেতা কর্মীরা। এ সময় অনুমোদিত কমিটির সভাপতি দাবি করে মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন উপস্থিত গণমাধ্যমকে জানান, সোনারগাঁ উপজেলায় জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ একটা বৈধ কমিটি অনুমোদন থাকা স্বত্বেও তথাকথিত আরেকটি জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির বিভিন্ন কর্মসূচি পালন করায় তারা এ প্রতিবাদ করেন। এ সময় সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান আগস্ট মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা ধরনের কর্মসূচী ঘোষণা করেন।

শনিবার (৩০জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি দাবি করে মোখলেছুর রহমান আরো জানান, সংগঠনের মেয়াদ থাকা স্বতেও কিভাবে নতুন করে সম্মেলন না হওয়া পর্যন্ত বর্তমান সংগঠনের মেয়াদ বলবৎ থাকবে এবং সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। কিন্তু দুঃখের বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, একটি মহল অনৈতিক, নিয়ম বহির্ভুত ও অবৈধভাবে শ্রমিক লীগের আর একটি আহবায়ক কমিটির নাম দিয়ে সোনারগাঁওয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে যা মোটেও কাম্য নয়। সোনারগাঁওয়ের রাজনীতিকে তারা কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরও জানান, বিতর্কিত আহবায়ক কমিটিতে অনেক বিএনপি ও জামাতের লোকজন অন্তর্ভুক্ত করা হয়েছে। রোবায়েত হোসেন শান্তকে আহবায়ক করা হয়েছে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ও দলীয় নির্দেশ অমান্যকারী। সে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী এবং নৌকাকে পরাজিত করার মূল কারীগর।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি দাবিদার কামরুল ইসলাম রাতুল, সহসভাপতি হারুন অর রশিদ, আঃ মালেক, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এম সাফায়েতউল্লাহ, অর্থ সম্পাদক আলাউদ্দিন, মোগরাপাড়া ইউনিয়নের সভাপতি সুরুজ্জামান প্রধানসহ সংগঠনের অনেক নেতাকর্মী।